২০২৪ সালের ডিগ্রী ২য় বর্ষের ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি nu degree 2nd-year in-course exam - Daily Result BD

Breaking

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

২০২৪ সালের ডিগ্রী ২য় বর্ষের ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি nu degree 2nd-year in-course exam

nu degree 2nd-year in-course exam ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের ইনকোর্স পরীক্ষা গ্রহণের তারিখ বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি।


সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের (নিয়মিত অনিয়মিত ও প্রাইভেট) শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা গ্রহণের তারিখ ০১/০১/২০২৬ থেকে ০৮/০১/২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হলো। সংশ্লিষ্ট পরীক্ষার উত্তরপত্র, হাজিরাপত্রের সাথে অনলাইনে এন্ট্রিকৃত ইনকোর্স নম্বরপত্রের হার্ডকপি জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র/গাজীপুর ক্যাম্পাসে সংশ্লিষ্ট শাখায় আগামী ২০/০১/২০২৬ তারিখের মধ্যে হাতে হাতে জমা দিতে হবে। উল্লেখ্য যে, ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ না করলে ফরম পূরণ করতে পারবে না। এ বিষয়ে সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে।

এ ছাড়া ইনকোর্স পরীক্ষা গ্রহণ, নম্বর অনলাইনে এন্ট্রি ও উত্তরপত্র প্রেরণের অন্যান্য নিয়মাবলী স্মারক নং স্মারক নং ০৫(৫৩৪) জাতীঃ বিঃ/পরীঃ/ডিগ্রী (পাস)/২০২২/৫৫৭৩, তারিখ: ০৪/১০/২০২৫-এ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অপরিবর্তিত থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন