প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রবেশ পত্র প্রকাশ primary assistant teachers admit card - Daily Result BD

Breaking

শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রবেশ পত্র প্রকাশ primary assistant teachers admit card

primary assistant teachers admit card প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রবেশ পত্র প্রকাশ। ওয়েবসাইটে Username-Password অথবা SSC রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে।

DPE এডমিট কার্ড ডাউনলোড করতে হলে আপনাকে admit.dpe.gov.bd ওয়েবসাইটে গিয়ে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড অথবা এসএসসি রোল, বোর্ড এবং পাসের সাল ব্যবহার করে লগইন করতে হবে, এরপর 'Download Admit Card' অপশনে ক্লিক করে প্রবেশপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে, যা সাধারণত পরীক্ষার নির্দিষ্ট তারিখের কয়েক দিন আগে থেকে শুরু হয়। 
ডাউনলোড করার ধাপসমূহ:
ওয়েবসাইট ভিজিট করুন: প্রথমে admit.dpe.gov.bd এই লিঙ্কে যান।
লগইন করুন:
আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন, যা আবেদনের সময় SMS-এর মাধ্যমে পেয়েছিলেন।
অথবা, এসএসসি রোল নম্বর, শিক্ষা বোর্ড এবং পাসের সাল দিয়েও লগইন করতে পারেন।
প্রবেশপত্র ডাউনলোড: লগইন করার পর 'Download Admit Card' অপশনে ক্লিক করুন।
প্রিন্ট করুন: ডাউনলোড করা এডমিট কার্ডটি প্রিন্ট করে নিন, কারণ এটি পরীক্ষার দিন প্রয়োজন হবে। 
গুরুত্বপূর্ণ:
এডমিট কার্ড ডাউনলোডের নির্দিষ্ট তারিখ ও সময় admit.dpe.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়।
পাসওয়ার্ড ভুলে গেলে admit.dpe.gov.bd/att/applicant/ থেকে তা পুনরুদ্ধার (Recover User) করতে পারবেন। 

পরীক্ষার্থীর জন্য সাধারণ নির্দেশাবলী



১. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই প্রবেশপত্র এবং জাতীয় পরিচয় পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।

২. সকাল ৮:৩০ টায় প্রার্থীকে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না। সকাল ৯:৩০ টায় পরীক্ষা কেন্দ্রের সকল প্রবেশপথ বন্ধ করে দেয়া হবে এবং পরীক্ষার হলে ওএমআর শীট বিতরণ করা হবে।

৩. প্রবেশপত্র ব্যতিরেকে কোন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটিব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিক্স হাত ঘড়ি বা যে কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, যোগাযোগ যন্ত্র বা এই জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেয়া হবে না। জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) ব্যতিত কোন প্রকার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা অন্যকোন কার্ড সঙ্গে আনা যাবে না। যদি কোন পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কারসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪. পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবস্থানকালে অবশ্যই উভয় কান উন্মুক্ত রাখতে হবে।

৫. আবেদনপত্রে পরীক্ষার্থীর প্রদত্ত ছবি হাজিরা শীটে থাকবে এবং ইনভিজিলেটর এই ছবি দিয়ে পরীক্ষার্থীকে যাচাই করবেন। ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৬. আবেদনপত্রে প্রার্থীর দেয়া স্বাক্ষরের সাথে পরীক্ষার হাজিরা সীটে এবং ওএমআর শীটে প্রদত্ত স্বাক্ষরসহ সকল তথ্যে মিল থাকতে হবে।

৭. পরীক্ষার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

৮. একজন পরীক্ষার্থীর জন্য ওএমআর ফরমের সেট কোড পূর্বনির্ধারিত থাকবে, পরীক্ষার্থীর জন্য নির্ধারিত ওএমআর ফরমের সেট কোডটি এ প্রবেশপত্রে উল্লেখ করা আছে।

৯. পরীক্ষার হলে যে ওএমআর ফরমটি দেওয়া হবে, সেখানে সেট কোডের ঘরে প্রবেশপত্রে উল্লিখিত কোডটির বিপরীতে বৃত্ত ভরাট করতে হবে।

১০. পরীক্ষায় প্রশ্নপত্রের সেট কোডসমূহ এবং ওএমআর ফরমের সেট কোড ভিন্ন হবে। পরীক্ষার্থীর ওএমআর সেট কোড এর বিপরীতে কোন সেট কোডের প্রশ্ন পাবেন তা পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট আগে কক্ষ পরিদর্শক জানিয়ে দিবেন। পরীক্ষার্থী সঠিক কোডের প্রশ্নটি পেলেন কিনা তা নিজে নিশ্চিত হবেন।

১১. প্রবেশপত্রে নির্ধারিত ওএমআর-এর সেট কোড ব্যতীত অন্য সেট কোডে পরীক্ষা দিলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে।

১২. রোল বা সেট কোড এর বৃত্ত পূরণে কোনো ভুল হলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে।

১৩. হাজিরা সীটের সঠিক স্থানে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে এবং হাজিরা বৃত্তটি পূরণ করতে হবে। তা না হলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে।

১৪. ওএমআর ফরমের উপরিভাগের নির্ধারিত সকল টেক্সটবক্স নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে, অন্যথায় উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে।

১৫. পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রার্থীর আসন কোন কক্ষে তার তালিকা টানিয়ে দেয়া হবে।

১৬. লিখিত পরীক্ষায় বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ চাকরির নিশ্চয়তা প্রদান করে না।

১৭. লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশযোগ্য নয়।

১৮. পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন