২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে অনলাইন আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত
জরুরি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট: (www.nu.ac.bd/admissions) NU Master's (Professional) programme admission Online application
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএলবি ১ম পর্ব (২০২৫-২৬), পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২৫-২৬), পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স (২০২৫-২৬), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২৪-২৫) ও এমনিএ ইন ফ্যাশন ডিজাউন এন্ড টেকনোলজী (২০২৪-২৫) কোর্সসমূহে অনলাইন প্রাথমিক আবেদনের সময় ৩ জানুয়ারী ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হলো।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৬০০/- (ছয়শত) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথব্য সরাসরি ৪ জানুয়ারী ২০২৬ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
উল্লেখ্য যে, স্মারক নং-১৬ (৭৬৯) জাতীঃব্যি/রেজি/অ্যাকাঃ/প্রফেশনাল ভর্তি/২০২৫-২৬/৫৪৪৫, তারিখ। ১৯/১১/২০২৫ এ প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল শর্ত নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটেle Prospectus/ Important Notic অপশন থেকে জানা যাবে।
এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে শুরু হবে।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে
১)অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপিল সংগ্রহ করার সর্বশেষ তারিখ। ০৩/০১/২০২৬
২)আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফনাম ও আবেদন ফি বাবদ ৬০০/- (ছয়শত) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেয়ার সর্বশেষ তারিখ। ০৪/০১/২০২৬
৩)কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ। ০৫/০১/২০২৬
8)কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি ৪৫০/-(চারশত
পঞ্চাশ) টাকা হারে) সংশ্লিষ্ট খাতে (ভর্তি ফান্ড) যে কোন সোনালী ব্যংক শাখায় জমা দেয়ার তারিখ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে Login এর মাধ্যমে Application Payment Info (Masters Prof.) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে এবং এর প্রিখট কপি নিয়ে যে কোন নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।০৬/০১/২০২৬ থেকে ১১/০১/২০২৬

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন