ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল NU Degree CGPA result - Daily Result BD

Breaking

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল NU Degree CGPA result

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল আগামী ০৭/০১/২০২৬ তারিখ (বুধবার) বিকাল ০৩:০০ টায় প্রকাশ করা হবে। পরীক্ষার্থীর পূর্নাঙ্গ সমন্বতি ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইট এ পাওয়া যাবে।

এই ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ১ম, ২য় ও ৩য় বর্ষের সমন্বিত সিজিপিএ দেখতে পারবেন 


ফলাফল দেখার পদ্ধতি নিচে দেওয়া হলো:


১. অনলাইন বা ওয়েবসাইটের মাধ্যমে:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল রেজাল্ট পোর্টালে www.nu.ac.bd/results অথবা results.nu.ac.bd ভিজিট করুন।

বামের মেনু থেকে 'Degree' অপশনে ক্লিক করে 'Consolidated' নির্বাচন করুন [।

আপনার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং পরীক্ষার সাল (২০২৩) প্রদান করুন ।

ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে 'Search Result' বাটনে ক্লিক করলে আপনার সমন্বিত ফলাফল দেখতে পাবেন । 


২. এসএমএস (SMS)-এর মাধ্যমে:

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:

NU <space> DEG <space> ROLL NUMBER এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে । 


উল্লেখ্য যে, এর আগে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ডিগ্রি ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল যেখানে পাসের হার ছিল ৫৪.১৯% । বর্তমান প্রকাশিত ফলাফলটি হলো সকল বর্ষের সম্মিলিত সিজিপিএ (Consolidated Result) 



সমন্বিত ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি

ডিগ্রি তৃতীয় বর্ষের সিজিপিএ রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।  লিংকে Degree→Consolidated অপশনে ডিগ্রি ৩য় বর্ষের রোল ও রেজিষ্ট্রেশন নং, সাল ২০২৩ দিয়ে চেক করবেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন