২০২৪-২৫ শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ ইনকোর্স পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। NU Honours 1st Year In-Course Exam Routine
১ম ইনকোর্স পরীক্ষা: ১৫ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত
২য় ইনকোর্স পরীক্ষা: ১ এপ্রিল ২০২৬ থেকে ১৫ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত।
উল্লেখ্য,কলেজ ইনকোর্স মার্ক এন্ট্রি দিলে ফরম পূরণ করতে পারবেন।আর,
- ২য় ইনকোর্স পরীক্ষা সম্পন্ন করার পর পর "ফরম পূরণ" শুরু হবে।
ফরম পূরণের সম্ভাব্য মাস: আগামী "মে"- ২০২৬
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৪-২৫ সেশনের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের ১ম এবং ২য় ইনকোর্স পরীক্ষা নিম্নবর্ণিত তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, উক্ত সেশনের পূর্বে ভর্তিকৃত শিক্ষার্থী যারা পূর্বে পরীক্ষায় অংশ গ্রহণ করেনি তাদের জন্য ২০২৪-২৫ সেশনের নিয়ম প্রযোজ্য হবে।
ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রি করে (নম্বর এন্ট্রির তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে) অন-লাইনে প্রেরণের পর প্রেরিত নম্বরপত্রের Print out কপি, ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র ও হাজিরাশিট গালাসিল করে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে/জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে/ডাকযোগে প্রেরণ করতে হবে।
উল্লেখ্য যে, ইনকোর্স পরীক্ষার নম্বর নির্ধারিত সময়ের পর এন্ট্রি করা যাবে না এবং লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যেসকল নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থীর ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি দেয়া থাকবে শুধুমাত্র তাদেরই নাম ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের Probable লিস্টে পাওয়া যাবে।
ইনকোর্স পরীক্ষা, এ্যাসাইমেন্টের নম্বর ও উত্তরপত্র প্রেরণের নিয়মাবলীঃ
১. ইনকোর্স পরীক্ষা, এ্যাসাইমেন্ট গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বণ্টন করতে হবে।
২. (ক) ইনকোর্স পরীক্ষার নম্বর ১০ এবং এ্যাসাইনমেন্ট পরীক্ষার নম্বর ০৫। একজন পরীক্ষার্থী উভয় পরীক্ষায় ৪০% নম্বর না পেলে ঐ পরীক্ষার্থী চূড়ান্তভাবে ফরম পূরণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।
(খ) একজন পরীক্ষার্থী ক্লাসে কমপক্ষে ৬০% উপস্থিতি না থাকলে (নূন্যতম ০৩ নম্বর পেতে হবে) সে চূড়ান্তভাবে ফরম পূরণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।
(গ) যে সকল পরীক্ষার্থী ইতিপূর্বে পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছে বা যে সকল পরীক্ষার্থী মান-উন্নয়ন পরীক্ষায় অংশ গ্রহণ করবে তাদের ইনকোর্স পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই। তাদের পূর্বের ইনকোর্স নম্বর সংক্রিয়ভাবে সংযোজিত হবে।
৩. সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে।
৪. সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবেন।
৫. ১ম ইনকোর্স পরীক্ষার নম্বর ও ২য় ইনকোর্স পরীক্ষার নম্বর গড় করে চূড়ান্ত নম্বর তৈরি করে অনলাইন-এ সাবমিট করতে হবে।
৬. ইনকোর্স, এ্যাসাইনমেন্ট নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর ব্যতীত পরীক্ষার ফরম পূরণ করা যাবে না।
৭. ইনকোর্স, এ্যাসাইনমেন্ট নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। একবার নম্বর ইনপুট দেয়ার পর তা পরিবর্তন বা নতুন করে ইনপুট দেয়া যাবে না।
৮. ০২ (দুই)টি ইনকোর্স পরীক্ষার খাতা পৃথক পৃথক প্যাকেট করে একসঙ্গে পাঠাতে হবে।
প্যাকেটের উপর বড় করে "২০২৫ সালের অনার্স ১ম বর্ষ ইনকোর্স পরীক্ষা" লাল কালিতে লিখতে হবে।
যে কোন প্রয়োজনে অনার্স ১ম বর্ষ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের নম্বর:
(ক) জনাব মুহা। রায়হানুর রহমান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক-০১৭১২-৭২৮৬৬২
( খ) জনাব মোঃ আসলাম আলী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক-০১৯১৩-৮৫৮৭৬৩
(গ) জনাব মোঃ আফসার উদ্দিন, সেকশন অফিসার-০১৭১৬-৭১১০৬৮
অনলাইন সংক্রান্ত টেকনিক্যাল সাপোর্ট এর জন্য যোগাযোগ:
(ক) nude.hpl@gmail.com
(খ) Whatsapp: 01670-814564 (শুধুমাত্র ম্যাসেজ লেখার জন্য)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন