দেশে ‘সি’ ক্যাটাগরির সরকারি কলেজ ৪৪৬ তালিকা List of 446 'C' category government colleges in the country,সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, দেশে মোট ৭০৮টি সরকারি কলেজের মধ্যে ৪৪৬টি কলেজকে 'সি' ক্যাটাগরিতে রাখা হয়েছে।
'সি'
ক্যাটাগরির কলেজের বৈশিষ্ট্য
যে সমস্ত কলেজকে 'সি' ক্যাটাগরিতে
অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের মূল বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ:
- মোট সংখ্যা: ৪৪৬টি।
- শিক্ষার্থীর সংখ্যা:
সাধারণত ৪,৫০০ জন পর্যন্ত।
- অনার্স/স্নাতক বিষয়:
এই কলেজগুলোতে ১টি থেকে ৪টি পর্যন্ত বিষয়ে অনার্স বা স্নাতকের সুযোগ
থাকে।
- শিক্ষার পর্যায়: উচ্চমাধ্যমিক,
স্নাতক (পাস) এবং সীমিত সংখ্যক বিষয়ে স্নাতক (সম্মান) পর্যন্ত পড়ানো হয়।
এই কলেজগুলো সাধারণত দেশের জেলা ও
উপজেলা পর্যায়ে অবস্থিত এবং তুলনামূলকভাবে কম শিক্ষার্থীর চাহিদা পূরণ করে।
দেশের সরকারি কলেজগুলোর এ, বি, সি এবং ডি—মোট চার ক্যাটাগরি এর তালিকা PDF Download

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন