অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল (CGPA) প্রকাশ NU Honours 4th year Exam CGPA Result - Daily Result BD

Breaking

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল (CGPA) প্রকাশ NU Honours 4th year Exam CGPA Result

 জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ

পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর

স্মারক নং-(০-৫) জাতীঃ বিঃ/পনি/অফিস আদেশ/২০২২/২০২৪/৪৫১৯

তারিখ: ১৮ নভেম্বর ২০২৫ খ্রি.



বিজ্ঞপ্তি

২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল (CGPA) প্রকাশ প্রসঙ্গে NU Honours 4th year Exam CGPA Result

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল গত ১৩/১১/২০২৫ ইং তারিখে প্রকাশিত হয়েছে। যে সকল পরীক্ষার্থী অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ এবং ৪র্থ বর্ষের সকল বিষয়ে সকল কোর্সে উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র সে সকল পরীক্ষার্থীর চার (০৪) বছরের সমন্বিত ফলাফল (CGPA) অদ্য ১৮/১১/২০২৫ ইং তারিখ বিকাল ০৪:৩০ টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট result.nu.ac.bd এ পাওয়া যাবে।



বিঃ দ্রঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতিত অন্য কোন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো।


26/3/2020

(মোঃ এনামুল করিম)

পরীক্ষা নিয়ন্ত্রক

জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

Email: controller@nu.ac.bd

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন