জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন NU Masters Final Year Exam Routine - Daily Result BD

Breaking

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন NU Masters Final Year Exam Routine

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন NU Affiliated College Masters Final year Exam Routine 2025 Under National University. DU College Masters Exam routine 2026. NU Affiliated College with National University. NU Affiliated College under National University Masters Exam Routine 2022-2023 has published. 



NU affiliated college masters final exam will be started on . Applicants have to collect admit card from National University. Masters Practical exam routine will publish later.

মাস্টার্স শেষ পর্বের (২০২২-২০২৩) পরীক্ষার রুটিন প্রকাশPDF Download। 

পরীক্ষাসমূহ শুরু হবে ৩০/০৩/২০২৬ তারিখ থেকে।
পরীক্ষাসমূহ প্রতিদিন দুপুর ১:০০টা থেকে শুরু হবে।



২০২৩ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এম মিউজ শেষ পর্ব পরীক্ষার সময়সূচী
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি ও লাইব্রেরী সায়েন্স শেষ পর্ব পরীক্ষা নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোন কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন করতে পারবে।

বিঃ দ্রঃ ১। পরীক্ষার কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.ac.bd তে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত কেন্দ্রে পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
২। পরীক্ষার্থীদের প্রবেশপত্র স্ব-স্ব কলেজের অধ্যক্ষগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হতে ডাউন লোড করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের ব্যবস্থা করবেন।
৩। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে।
৪। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় জেনে নেয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে পরীক্ষার্থীদের।
৫। তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তর, প্রদত্ত পরীক্ষার্থীদের রোল বিবরণীর একটি কপি এবং কেন্দ্র ফি বাবদ কলেজ কর্তৃক আদায়কৃত সমুদয় অর্থ হতে পরীক্ষার্থী প্রতি ৩০০ (তিনশত) টাকা হারে নির্ধারিত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিতে হবে।
৬। শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের ক্ষেত্রে স্ব-স্ব কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নাম, রেজিস্ট্রেশন নম্বর এবং পিতা ও মাতার নাম অবশ্যই যাচাই করে বিতরণ করবেন। শিক্ষার্থীদের একজনের প্রবেশপত্র যেন অন্য জনের হাতে না যায় সেক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
৭। পরীক্ষার হলে হাজিরা গ্রহণের সময় অবশ্যই মূল রেজিস্ট্রেশন কার্ড ও মূল প্রবেশপত্র দেখাতে হবে।





Masters Final Exam Routine 2025 session 2014-2015 for MA, MSc, MSS, MBS. Exam Routine for new and old syllabus. DU Masters exam will be started on Sunday at 2:00 PM. Exam admit card will issue by Dhaka University. No body can carry mobile or any electronics devices.


NU Masters Final Exam Routine 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটি



National University Affiliated Govt. College given bellow:
1. Govt. Dhaka College
2. Govt. Titumir College
3. Govt. Begum Bodrunnesa College
4. Govt. Shaheed Suhrawardy college
5. Kabi Nazrul Govt College
6. Govt. Eden Mohila College
7. Govt Bangla College



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন