ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি NU Degree 2nd year Form Fill Up - Daily Result BD

Breaking

সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি NU Degree 2nd year Form Fill Up

২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি NU Degree 2nd year Form Fill Up

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী Online (EMS)-এর মাধ্যমে সম্পন্ন করা হবে। পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে। উল্লিখিত পরীক্ষার আবেদন ফরম, বিবরণী ফরম, আনুষঙ্গিক কাগজপত্র পূরণ ও জমাদানের তারিখ এবং ফরম পূরণের বিস্তারিত নিয়মাবলী নিম্নে দেয়া হলো:



০১। সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা, বিষয় সংকেত বিবরণী, প্রশ্নপত্রের চাহিদা ফরম ও ডাটা এন্ট্রি সফটওয়ার সংগ্রহ:

সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা, বিষয় সংকেত বিবরণী ফরম, প্রশ্নপত্রের চাহিদা ফরম, ডাটা এন্ট্রি সফ্টওয়ার ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীসহ প্রয়োজনীয় তথ্যাদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব-সাইটে (ems.nu.ac.bd) পাওয়া যাবে। উক্ত ওয়েবসাইট যথাসময়ে চালু হবে এবং ডাটা এন্ট্রির নির্ধারিত সময়ের পর তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ডাটা এন্ট্রি সম্পন্ন করতে হবে।


০২। শিক্ষার্থীর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন, বিবরণী ফরম, প্রশ্নপত্রের চাহিদা ফরম পূরণ ও জমা করার তারিখঃ

ক) শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণের আবেদন করার তারিখ (শিক্ষার্থী কর্তৃক)

১১/১২/২০২৫ হতে ০৭/০১/২০২৬


খ) শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফরম কলেজে জমা দেয়ার শেষ তারিখ

০৮/০১/২০২৬ হতে ১০/০১/২০২৬


গ) শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ (কলেজ কর্তৃক)

: ১১/০১/২০২৬ হতে ১২/০১/২০২৬


খ) সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ (কলেজ কর্তৃক)

: ১৩/০১/২০২৬ হতে ১৫/০১/২০২৬


ফি বিবরণী ও অন্যান্য কাগজপত্র স্ব-স্ব কলেজে পরবর্তী ২য় বর্ষ পরীক্ষা পর্যন্ত সংরক্ষণ করতে হবে।


 পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলীঃ

ক) ডিগ্রী (পাস) কোর্স ২য় বর্ষ পরীক্ষা নিয়মিত (৭০০ নম্বর):

৪) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী এবং ২০২৩ সালের প্রাইভেট রেজিস্ট্রেশনকৃত যে সকল শিক্ষার্থী ২০২৩ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে Promoted (উত্তীর্ণ) হয়েছে সে সকল শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।


ii) উপরোক্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে ২য় বর্ষে "বাংলা জাতীয় ভাষ্য আবশ্যিকসহ নৈর্বাচনিক বিষয়গুলোর ৩য় ও ৪র্থ পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

iii) ২য় বর্ষের সকল পরীক্ষায় অংশগ্রহণ করা বাঞ্চনীয়।

খ) ডিগ্রী (পাস) কোর্স ২য় বর্ষ পরীক্ষা অনিয়মিত (৭০০ নম্বর)ঃ

১) ২০১৮-২০১৯, ২০১৯-২০২০, ২০২০-২০২১ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালের প্রাইভেট রেজিস্ট্রেশনকৃত যে সকল শিক্ষার্থী ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে ২য় বর্ষে উত্তীর্ণ (Promoted) হয়েছে কিন্তু ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করে অকৃতকার্য (Not Promoted) হয়েছে সে সকল শিক্ষার্থীরা এ পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে।


ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফরম ফিলাপ ২০২৩-এর প্রক্রিয়াটি ডিসেম্বর ১১, ২০২৫ থেকে শুরু হয়ে জানুয়ারি ৭, ২০২৬ পর্যন্ত চলেছিল, যেখানে অনলাইনে আবেদন করে প্রিন্ট কপি কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ছিল জানুয়ারি ৮-১০, ২০২৬, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্পন্ন হয়। এই ফরম পূরণের জন্য নির্ধারিত ওয়েবসাইট (ems.nu.ac.bd) ব্যবহার করে আবেদন করতে হয় এবং কলেজে ফি জমা দিতে হয়। 


প্রধান ধাপসমূহ:

অনলাইন আবেদন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইএমএস ওয়েবসাইট https://ems.nu.ac.bd/ (ems.nu.ac.bd)-এ প্রবেশ করে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করুন এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। 

ফর্ম প্রিন্ট: আবেদন শেষে একটি পিডিএফ (PDF) ফরম প্রিন্ট করে নিন। 

কলেজে জমা: প্রিন্ট করা ফরম এবং প্রয়োজনীয় ফি সহ নির্দিষ্ট সময়ের মধ্যে (জানুয়ারি ৮-১০, ২০২৬) নিজ নিজ কলেজে জমা দিন। 

কলেজের কাজ: কলেজ কর্তৃপক্ষ ডেটা এন্ট্রি নিশ্চিত করবে এবং সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেবে (জানুয়ারি ১৩-১৫, ২০২৬)। 


গুরুত্বপূর্ণ তথ্য:

সময়সীমা: অনলাইনে আবেদন ১১ ডিসেম্বর, ২০২৫ থেকে ৭ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত চলেছিল। 

ওয়েবসাইট: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইএমএস ওয়েবসাইট https://ems.nu.ac.bd/ (ems.nu.ac.bd)। 

ফি: অনার্সের জন্য প্রায় ৬৪৫০ টাকা ফি ছিল, তবে এটি কলেজের উপর নির্ভরশীল। 


করণীয়:

যদি আপনি এখনো ফরম পূরণ না করে থাকেন, তাহলে দ্রুত আপনার কলেজের সাথে যোগাযোগ করুন, কারণ এই সময়সীমা শেষ হয়ে গেছে এবং নতুন বিজ্ঞপ্তির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চোখ রাখুন। 

ইম্প্রুভমেন্ট বা ফেল করা বিষয়ের জন্য আবেদন করলে, বিষয়গুলো সঠিকভাবে নির্বাচন করা নিশ্চিত করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন