ফেব্রুয়ারিতে এইচএসসি টেস্ট পরীক্ষা, ফরম পূরণ শুরু ১১ মার্চ HSC Test Exam - Daily Result BD

Breaking

সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

ফেব্রুয়ারিতে এইচএসসি টেস্ট পরীক্ষা, ফরম পূরণ শুরু ১১ মার্চ HSC Test Exam

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু করার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একইসঙ্গে আগামী ১০ মার্চের মধ্যে এই পরীক্ষার ফলাফল প্রকাশের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।



রবিবার (৪ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির মূল পয়েন্টসমূহ:

  • টেস্ট পরীক্ষা শুরু: ফেব্রুয়ারি ২০২৬।

  • ফল প্রকাশ: ১০ মার্চ ২০২৬-এর মধ্যে নিশ্চিত করতে হবে।

  • ফরম পূরণ শুরু: ১১ মার্চ ২০২৬ থেকে।

জরুরি নির্দেশনা

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক সকল শিক্ষার্থীর জন্য এই নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশের পর আগামী ১১ মার্চ থেকেই এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা যথাসময়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ড এই বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে। বোর্ডের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশনাসমূহ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন