জাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর
বাংলাদেশ।
স্মারকনং- জাতী:বি:/পনি:/মাপি/২০০৫/২০০৭/৪২৫
তারিখ: ১০/১২/২০২৫
বিজ্ঞপ্তি
একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফলাফল অদ্য ১০/১২/২০২৫ তারিখ বিকাল ৪:০০ টায় প্রকাশ করা হবে। সারা দেশের ৮৭ টি কেন্দ্রে ১০৭ টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ সর্বমোট ৪৩,৫৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। পাশের হার ৪৪.৮৬%।
ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) এ পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার ফলাফল দেখতে NU<space>MP<space> Roll লিখে 16222 নম্বরে Send করুন। ফিরতি এসএমএসে পেয়ে যাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার ফলাফল।
প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার ফলাফল দেখতে প্রবেশ করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.nu.ac.bd/results/ এ।
• উপরের লিংকে প্রবেশ করার পর সার্চ বাটনে গিয়ে Master’s এ ক্লিক করুন এবং masters preli সিলেক্ট করুন।
• এরপর exam rool এ গিয়ে আপনার প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার রোল ও registration এ গিয়ে আপনার রেজিষ্ট্রেশন নম্বর দিন।
• এরপর exam year এ গিয়ে প্রিলিমিনারী টু মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার সাল 2023 লিখুন।
• এরপর একটা হিজিবিজি ক্যাপচা কোড দেখতে পারবেন ক্যাপচা কোডটি সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।
• এরপর সার্চ করলেই পেয়ে যাবেন 2022 সালের প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার ফলাফল।
(মোঃ এনামুল করিম)
পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
ফোন: ০২-৯৯৬৬৯১৫১৭
ই-মেইল: Controller@nu.ac.bd

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন