হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি Haji Mohammad Danesh University of Science and Technology Admission Notice - Daily Result BD

Breaking

বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি Haji Mohammad Danesh University of Science and Technology Admission Notice

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি Haji Mohammad Danesh University of Science and Technology Admission Notice

২০২৪ ও ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীরা শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। ২০২২ সালের পূর্বে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের অযোগ্য।



'A' ও 'B' ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড/ মাদ্রাসা শিক্ষাবোর্ড/ কারিগরী শিক্ষাবোর্ড থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫ এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.৫ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। এগ্রিকালচার, ফিসারিজ ও ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যূনতম 'B' গ্রেড থাকতে হবে। 'C' ও 'D' ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড/ মাদ্রাসা শিক্ষা বোর্ড/ কারিগরী শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫ এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ সহ মোট জিপিএ ৬.০ থাকতে হবে। বিদেশী শিক্ষ্য বোর্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড থাকতে হবে।




> '০' এবং 'A' লেভেল পাশকৃতদের জন্য '০' লেভেলে পাঁচটি বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে 'B' গ্রেড এবং 'A' লেভেলে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান/ কৃষি বিজ্ঞানের মধ্যে তিনটি বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে 'B' গ্রেড পেতে হবে।


২। মোট আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ১%, বিশেষ চাহিদা সম্পন্ন ২ জন, এ বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য ১%, সরকারী নির্দেশনা মোতাবেক শুধুমাত্র বিকেএসপি থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় পাশ করা ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে মোট ৫টি আসন এবং বিদেশী ছাত্র-ছাত্রীদের জন্য মোট ৮০টি আসন সংরক্ষিত থাকবে।

৩। ভর্তি পরীক্ষার ফিঃ প্রত্যেক ইউনিটের জন্য ১০০০/-(এক হাজার টাকা) ও আর্কিটেকচার বিভাগের জন্য অতিরিক্ত ২০০/- (দুইশত টাকা) মাত্র পরিশোধ করতে হবে। আবেদন ফি মোবাইল ব্যাংকিং সেবা "নগদ"-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।


৪। আবেদন ১৬/১১/২০২৫ তারিখ বিকাল ৪.০০টা হতে ১৯/১২/২০২৫ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে (Online)-এ আবেদন করা যাবে।

৫। অনলাইনের (Online) মাধ্যমে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে

(https://hstu.ac.bd/admission/index) গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

৬। Payment সম্পন্ন হওয়ার পর যে মোবাইল হতে টাকা পাঠানো হয়েছে, সেটিতে তাৎক্ষনিক একটি SMS আসবে, যার মধ্যে

Transaction ID উল্লেখ থাকবে। এই Transaction ID টি সংরক্ষণ করতে হবে; কেননা Payment প্রদানে কোন সমস্যা হলে তা

সমাধানের জন্য Transaction ID টি উল্লেখ করে ইমেইল (admission@hstu.ac.bd) এ যোগাযোগ করতে হবে।


৭। প্রবেশপত্র ডাউনলোড:

ক) আবেদনকারীগণ সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষার ৫দিন পূর্ব হতে শুরু করে পরীক্ষা শুরুর পূর্ব পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট(https://hstu.ac.bd/admission/index) থেকে নিজ নিজ প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবে। প্রবেশপত্র ডাউনলোডের পূর্বে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবির সফট কপি (JPEG Format, ফাইল সাইজ ৫০ কিলোবাইটের মধ্যে) আপলোড করতে

হবে। সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই (০২) কপি ছবি পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে।

খ) প্রবেশপত্র ডাউনলোড করে A4 সাইজ অফসেট পেপারে প্রিন্ট করে নিয়ে আসতে হবে। ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বরত পরিদর্শকের সম্মুখে Student Signature এর উপরে আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোন আবেদনকারীকেই ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেয়া হবে না।


৮। ভর্তি সংক্রান্ত বিষয়ে কোন তথ্য জানতে চাইলে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০-বিকাল ৫.০০টা) 01729266246, 01515256810 হটলাইনে এবং admission@hstu.ac.bdতে যোগাযোগ করা যাবে। এছাড়াও ট্রানজেকশন সংক্রান্ত যে কোন সমস্যা হলে 01822026222 এ সকাল ৯.০০-রাত ১১.০০টার মধ্যে যোগাযোগ করতে হবে।

৯। ভর্তি পরীক্ষার তারিখ: ২৬/০১/২০২৬ থেকে ২৮/০১/২০২৬ পর্যন্ত (বিস্তারিত সময়সূচী পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে)।


১০। ভর্তির তারিখঃ পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে।

১১। প্রশ্নপত্রঃ প্রশ্নপত্র বাংলায় প্রণয়ন করা হবে। তবে ইংরেজী মাধ্যমেপ রীক্ষা দিতে চাইলে তাকে আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে তা উল্লেখ করতে হবে, যা অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র পূরণ করার সময় আবেদনকারীর নিকট দৃশ্যমান হবে।

১২। পরীক্ষা পদ্ধতি: ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী পদ্ধতিতে (MCQ) অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। উত্তরপত্র শীটে বিশেষ কোটার জন্য নির্ধারিত বৃত্ত পূরণ করতে হবে।

১৩। ভর্তি পরীক্ষার নম্বর ও মূল্যায়ন: ১২৫ নম্বরের (শুধু মাত্র ব্যাচেলর অব আর্কিটেকচার এর জন্য ১৭৫ নম্বর), উপর মেধাস্কোর করে প্রার্থী নির্বাচন করা হবে। তন্মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর (MCQ) এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত গ্রেড (চতুর্থ বিষয়সহ) অনুসারে যথাক্রমে ৪০% ও ৬০% ২৫ নম্বর (মোট ১২৫ নম্বর) থাকবে।

 

১৫। বিশেষ নির্দেশাবলী:

ক) ভর্তি পরীক্ষায় সকল ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস (যেমন- ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন ইত্যাদি) নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা সম্পূর্ন রূপে নিষিদ্ধ।

খ) সকল প্রকার ইউনিট এবং সকল প্রকার কোটায় ভর্তির জন্য পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে।

গ) বিভিন্ন অনুষদের বিভিন্ন বিষয়ে পছন্দক্রম (Choice Form) ফরম ভর্তি পরীক্ষায় উত্তীণ প্রার্থীদের ভর্তির পূর্বে অবশ্যই অনলাইনে পূরণ করতে হবে। নতুবা ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে।


ঘ) 'C' ইউনিটের ক্ষেত্রে মোট আসনের ৬০% বাণিজ্য এবং ৪০% বিজ্ঞান/মানবিক বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য এবং 'ID' ইউনিটের ক্ষেত্রে মোট আসনের ৬০% মানবিক এবং ৪০% বিজ্ঞান/বানিজ্য বিভাগের জন্য সংরক্ষিত থাকবে।

ঙ) ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশবোর্ড এবং ওয়েবসাইটে

(https://hstu.ac.bd/admission/index) যথাসময়ে প্রকাশ করা হবে। মোবাইল ফোন ব্যবহার করে ও তথ্য জানা যাবে।

চ) ভর্তি পরীক্ষার আবেদন সংক্রান্ত কোন তথ্য মিথ্যা, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমানিত হলে আবেদনটি সরাসরি বাতিল হবে।

ছ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে ভর্তি সংক্রান্ত যে কোন আইন সংশোধন, সংযোজন বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেন।

বি.দ্র. বর্তমানে আবাসিক হলসমূহে আসন খালি না থাকায় ভর্তিকৃত কোন ছাত্র-ছাত্রীকে আপাতত আবাসন সুবিশ্ব দেয়া যাবে না।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন