খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (KUET) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম ভর্তির বিজ্ঞপ্তি - Daily Result BD

Breaking

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (KUET) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম ভর্তির বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (KUET) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি. এস-সি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তির সারসংক্ষেপ নিচে দেওয়া হলো:


১. প্রোগ্রামের সংক্ষিপ্ত বিবরণ ও আসন সংখ্যা:
  • সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে মোট ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
  • এর মধ্যে সংরক্ষিত আসন রয়েছে ৫টি (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের এবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য)।
  • আর্কিটেকচারে ৫ বছর মেয়াদী এবং অন্যান্য সকল বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রী প্রদান করা হয়।


২. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা (বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য):
  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ২০২২ ইং অথবা ২০২৩ ইং সালে কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  • উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় ২০২৫ ইং সালে পাশ হতে হবে।
  • উচ্চমাধ্যমিক/আলীম/সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজী এই চার বিষয়ে কমপক্ষে মোট জিপি ১৮.০০ থাকতে হবে। এক্ষেত্রে গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন এ এককভাবে নূন্যতম জিপি ৪.০০ থাকতে হবে।
  • বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে জিপি ৪.০০ থাকতে হবে।
৩. ভর্তি সংক্রান্ত সময়সূচী:
  • অনলাইনে আবেদন শুরু: ০৩ ডিসেম্বর, ২০২৫ ইং বুধবার, সকাল ১০-০০ মি.।
  • অনলাইনে আবেদন শেষ: ১৩ ডিসেম্বর, ২০২৫ ইং শনিবার, রাত ১১-৫৯ মি.।
  • ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১৫ জানুয়ারী, ২০২৬ ইং, বৃহস্পতিবার। সকাল ৯-৩০ মি. হতে দুপুর ১২-৩০ মি. পর্যন্ত।
  • মুক্তহন্ত অংকন (বিআর্ক): দুপুর ১২-৪৫ থেকে দুপুর ১-৪৫ ঘটিকা পর্যন্ত।
  • মেধাক্রমের তালিকা প্রকাশ: ০১ ফেব্রুয়ারি, ২০২৬ ইং, রবিবার।
৪. ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ও নম্বর বিন্যাস:
  • লিখিত পরীক্ষা ৩ ঘন্টাব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের হবে।
  • বি. এস-সি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা একই প্রশ্ন পত্রে অনুষ্ঠিত হবে।
  • বিআর্ক প্রোগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীদের লিখিত পরীক্ষা ছাড়াও একই দিনে ১ ঘন্টার ১০০ নম্বরের মুক্তহন্ত অংকন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  • বিষয়ভিত্তিক মোট নম্বর:
    • গণিত: ১৫০
    • পদার্থবিদ্যা: ১৫০
    • রসায়ন: ১৫০
    • ইংরেজী: ৫০
    • মুক্তহন্ত অংকন (বিআর্ক): ১০০
৫. ভর্তি পরীক্ষার ফি:
  • ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি ('ক' গ্রুপ): ৫০০ টাকা (১ম ধাপ) এবং ৮০০ টাকা (২য় ধাপ)।
  • ইঞ্জিনিয়ারিং, ইউআরপি ও আর্কিটেকচার ('খ' গ্রুপ): ৫০০ টাকা (১ম ধাপ) এবং ১,০০০ টাকা (২য় ধাপ)।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন