জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত ১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির জন্য নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের নিকট থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে (https://admission.jnu.ac.bd) আবেদন আহ্বান করছে। Jagannath University Admission notice
খ) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি), ইংরেজি মাধ্যম অথবা বিদেশ থেকে এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে তাদের আবেদনের গ্রহণযোগ্যতা তুল্যতা (Equivalence) সাপেক্ষে নির্ধারিত হবে। তুল্যতা (Equivalence) সার্টিফিকেট-এর জন্য বিশ্ববিদ্যালয়ের admission ওয়েবসাইট থেকে https://admission.jnu.ac.bd/equivalences/apply-এই লিংকে প্রবেশ করতে হবে।
গ) ইংরেজি মাধ্যম "O" লেভেলে ৫টি এবং "A" লেভেলে ন্যূনতম ২টি বিষয়ে উত্তীর্ণ প্রার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। "O" লেভেলে ৫টি এবং "A" লেভেলে ২টি অর্থাৎ মোট সাতটি (৫+২) বিষয়ের মধ্যে যথাক্রমে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড থাকতে হবে।
৩। আবেদন প্রক্রিয়া ও করণীয়:
ক) (১) প্রথমে https://admission.jnu.ac.bd এ ভিজিট করতে হবে।
(২) "Click here to Apply" বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য (এইচএসসি/সমমানের রোল ও শিক্ষাবোর্ড, এসএসসি/সমমানের রোল ও পাশের সন এবং মোবাইল নম্বর ভর্তি সংক্রান্ত সকল যোগাযোগের জন্য উক্ত মোবাইল নম্বর ব্যবহৃত হবে।) প্রদান করে "Apply" বাটনে ক্লিক করলে আবেদনকারীর তথ্য ওয়েবসাইটে প্রদর্শিত হবে।
(৩) প্রদর্শিত তথ্য সঠিক হলে "Confirmation" বাটনে ক্লিক করতে হবে।
(৪) আবেদনকারীর মোবাইল নম্বরে (প্রদত্ত মোবাইল নম্বর) পাসওয়ার্ড প্রদান করা হবে। ভবিষ্যতে ব্যবহারের জন্য পাসওয়ার্ডটি সংরক্ষণ করতে হবে।
(৫) এরপর "Click here to Login" অথবা "Applicant Login" লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করতে হবে।
(৬) i. লগইন সফল হলে Dashboard-এ আবেদনকারীর মৌলিক তথ্যসহ আবেদনকারী যে সকল ইউনিটে আবেদন করার যোগ্য তার তালিকা প্রদর্শিত হবে।
ii. এখানে আবেদনকারী যে সকল ইউনিটে আবেদন করতে ইচ্ছুক তার পাশে "Click here to Apply" বাটনে ক্লিক করে প্রত্যেক ইউনিটের জন্য পৃথকভাবে আবেদন করতে হবে। উল্লেখ্য, প্রতিটি ইউনিটের পাশে "Click here to See Subject List" এ ক্লিক করলে সংশ্লিষ্ট ইউনিটের বিষয়সমূহ প্রদর্শিত হবে।
(৭) আবেদনের এই ধাপে আবেদনকারীর ছবি, স্বাক্ষর, প্রশ্নপত্রের ভার্সন, কোটা সংক্রান্ত তথ্য (যদি থাকে) এবং ইউনিট A এবং ইউনিট B এর জন্য পরীক্ষার কেন্দ্র চয়েস করতে হবে। উল্লেখ্য ইউনিট C, ইউনিট D এবং ইউনিট E এর পরীক্ষা শুধুমাত্র ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
(৮) সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করার পর "Pay Now" বাটন প্রদর্শিত হবে এবং "Pay Now" বাটনে ক্লিক করে bKash মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে প্রত্যেক ইউনিটের জন্য পৃথকভাবে পেমেন্ট করতে হবে।
(৯) পেমেন্ট পদ্ধতি:
bKash-এর মাধ্যমে পেমেন্ট করার পদ্ধতি:
1. যে সকল আবেদনকারী bKash-এর মাধ্যমে পেমেন্ট করতে চায় তারা Pay now by bKash মেনুতে ক্লিক করবেন।
ii. এরপর নির্ধারিত স্থানে bKash একাউন্ট নম্বর (bKash একাউন্ট আছে এমন মোবাইল নম্বর) প্রদান করে Confirm বাটনে ক্লিক করতে হবে।
iii. Confirm বাটনে ক্লিক করার পর প্রাপ্ত Verification Code নির্দিষ্ট স্থানে টাইপ করে পুনরায় Confirm বাটনে ক্লিক করতে হবে।
iv. Confirm বাটনে ক্লিক করার পর নির্দিষ্ট স্থানে bKash একাউন্টের পিন নম্বর টাইপ করে পুনরায় Confirm বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
V. Confirm বাটনে ক্লিক করার পর পেমেন্ট সম্পন্ন হলে Dashboard-এ, আবেদনকারী সংশ্লিষ্ট ইউনিটের Slip Download বাটনে ক্লিক করে পেমেন্ট স্লিপ ডাউনলোড করে সংরক্ষণ করবেন।
খ) আবেদনকারীর করণীয়:
(১) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদনকারীকে JnU Admission ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd)-এ গিয়ে "Applicant Login" লিংকে ক্লিক করে এইচএসসি ও এসএসসি'র রোল নম্বর, মোবাইল নম্বর এবং মোবাইল নম্বরে প্রদত্ত পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
(২) Login করার পরে আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি [যার Background সাদা 300×300 Pixel সর্বোচ্চ 150 KB সাইজ, JPG ফরম্যাট। এবং স্বাক্ষর 300×80 Pixel Upload করতে হবে।
(৩) কোটায় ভর্তিচ্ছু আবেদনকারীর কোটাভুক্ত হওয়ার জন্য অবশ্যই কোটা সংক্রান্ত নির্ধারিত তথ্য পূরণ করতে হবে, যেমন: মুক্তিযোদ্ধার সন্তান কোটা (FFQ)/ ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটা (SEQ)/ শারীরিক প্রতিবন্ধী কোটা (Differently Abled) (PDQ)/ খেলোয়াড় কোটা (SQ)/ হরিজন ও দলিত কোটা (HDQ)/ বিদেশি নাগরিক কোটা (FCQ)/ পোষ্য কোটা (WQ) উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে আবেদন করার সময় কোটা উল্লেখ না করলে পরবর্তীতে কোটাভুক্তির আবেদন বিবেচনা করা হবে না।
(৪) ইউনিট A ও ইউনিট B এর ক্ষেত্রে প্রার্থীকে কোন কেন্দ্রে পরীক্ষা দিতে আগ্রহী আবেদনের সময় অবশ্যই তা সিলেক্ট করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ০৩ (তিন) টি আঞ্চলিক কেন্দ্রে (রাজশাহী, খুলনা ও কুমিল্লা) আয়োজন করছে।
(৫) পূরণকৃত ফরমে যে তথ্য দেয়া হয়েছে তা পুনরায় চেক করতে হবে। মনে রাখতে হবে Final Submit Button-এ Click করার পর পূরণকৃত ফরমের কোনো তথ্য পরিবর্তন করা যাবে না। তাই Final Submit Button-এ Click করার আগেই নিশ্চিত হতে হবে যে ফরমটি যথাযথভাবে পূরণ করা হয়েছে। চেক করার পর সকল তথ্য যথাযথ হলে Final Submit Button-এ Click করতে হবে।
৭। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড, আসন বিন্যাস ও ভর্তি পরীক্ষার দিনে পরীক্ষার্থীর করণীয়:
ক) সফলভাবে আবেদনকৃত পরীক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.jnu.ac.bd থেকে ওয়েবসাইটে উল্লেখিত তারিখ অনুযায়ী প্রবেশপত্র (Admit Card) প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মাধ্যমে পরীক্ষা শুরুর দুইদিন পূর্বে জানানো হবে। পরীক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে নির্ধারিত আসনেই পরীক্ষা দিতে হবে। উল্লেখ্য পরীক্ষা শুরুর ০৫ (পাঁচ) দিন পূর্বে প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
খ) প্রবেশপত্র (Admit Card) ছাড়া কোনো পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। পরীক্ষার্থীকে প্রবেশপত্রটি ভর্তি পরীক্ষার দিন পরীক্ষার হলে দায়িত্বরত প্রত্যবেক্ষক (Invigilator)-এর নিকট উপস্থাপন করতে হবে এবং তাতে প্রত্যবেক্ষক কর্তৃক স্বাক্ষর করিয়ে নিতে হবে। প্রত্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরকৃত প্রবেশপত্রটি পরীক্ষার্থীকে সংরক্ষণ করতে হবে কারণ পরবর্তীতে ভর্তির সময় প্রত্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্রটি প্রয়োজন হবে।
গ) প্রবেশপত্র (Admit Card)-এর ছবির সাথে শিক্ষার্থীর মিল না থাকলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।
ঘ) পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কোনো সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করাসহ পরীক্ষা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৯। মেধা তালিকা প্রস্তুতকরণ:
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং ভর্তি পরীক্ষার বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) প্রাপ্ত নম্বর-এর ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করা হবে। মেধা ও শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রমের সমন্বয়ে তৈরি চূড়ান্ত তালিকার মাধ্যমে বিভাগ ভিত্তিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
১০। বিষয় পছন্দক্রম প্রদান:
ভর্তিচ্ছু আবেদনকারীকে ফলাফল প্রকাশিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.jnu.ac.bd এ প্রবেশ করে অগ্রাধিকার ভিত্তিতে ইউনিট ভিত্তিক বিষয় পছন্দ (Subject Choice) দিতে হবে। ওয়েবসাইটে প্রদর্শিত তালিকার সবগুলো বিষয়কেই অগ্রাধিকার অনুযায়ী পছন্দ করতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে বিষয় পছন্দ করা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে আবেদনকারীর প্রদত্ত বিষয় পছন্দক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ভেবেচিন্তে বিষয় পছন্দক্রম সাজাতে হবে।
১১। ভর্তির সময় শিক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্র:
ভর্তি সম্পন্ন করতে শিক্ষার্থীদের নিম্নোক্ত কাগজপত্রগুলো মনোনয়ন প্রাপ্ত বিভাগে জমা দিতে হবে-
i) পরীক্ষার হলে কক্ষ প্রত্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র;
ii) সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি:
iii) Online এ পূরণকৃত ভর্তি ফরম-এর প্রিন্টকপি:
iv) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র;
v) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্রের সত্যায়িত কপি ০২ (দুই) সেট।
১৩। স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন (Auto-migration):
ভর্তির জন্য নির্বাচিত হয়ে কোনো বিভাগে ভর্তি হলে পরে বিধি মোতাবেক শিক্ষার্থীদের দেয়া বিষয় পছন্দক্রমের অগ্রাধিকার তালিকা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন (Auto-migration) হবে। তবে কোনো শিক্ষার্থী চাইলে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন (Auto-migration) বন্ধ (Migration-stop) করতে পারবে। সেক্ষেত্রে তাকে। প্রথমে নির্বাচিত বিভাগে ভর্তি হতে হবে এবং ভর্তি হওয়ার পর তাকে পোর্টালে লগইন করে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন বন্ধ (Migration-stop) করতে হবে। উল্লেখ্য নির্বাচিত বিভাগে ভর্তি হয়ে Migration-stop করার জন্য নির্ধারিত সময়ের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন বন্ধ (Migration-stop) করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন বন্ধ (Migration-stop) না করলে বিধি মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন হবে এবং শিক্ষার্থীকে তা অবশ্যই মেনে নিতে হবে।
১৪। বিবিধ:
ক) ভর্তি প্রক্রিয়ার যে কোনো স্তরে অনিয়ম/অযোগ্যতা/দুর্নীতি ধরা পড়লে ভর্তি বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খ) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কোনো অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
গ) ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাখ্যাই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৫। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের admission ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd)-এ পাওয়া যাবে।
১৬। ভর্তি সংক্রান্ত নিয়ম নীতির যে কোনো ধারা ও উপধারা পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন ও সংযোজনের ক্ষমতা কেন্দ্রীয় ভর্তি কমিটি সংরক্ষণ করে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন