সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত Primary Assistant Teacher Job Circular 2025
Primary Assistant Teacher Job Circular 2025 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বড়সড় বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আজ বুধবার (৫ নভেম্বর)। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে প্রকাশিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষনা কর্মকর্তা এসএম মাহবুব জানিয়েছেন, বিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ পত্রিকা অফিসে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। আগামীকাল ৬ নভেম্বর বৃহস্পতিবার দেশের জাতীয় পত্রিকায় ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
প্রাথমিকের ১ম ধাপে ৬ বিভাগের ১০,২১৯ পদে শিক্ষক নিয়োগ আবেদন শুরু ৮ নভেম্বর থেকে। যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। ডিগ্রি/অনার্স পাসে আবেদন করতে পারবেন।
দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪,১৬৬টি পদে নিয়োগ হবে।
২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে ৩১ আগস্ট গঠন করা হয় আট সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি, যার চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্যসচিব অধিদপ্তরের (পলিসি ও অপারেশন) পরিচালক। কমিটিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরাও রয়েছেন।
Primary Assistant Teacher Job Circular 2025
তবে বিধিমালায় কিছু ত্রুটি চিহ্নিত হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব ঘটে। পরবর্তীতে এসব ত্রুটি সংশোধন করে গত ২ নভেম্বর নতুন করে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রকাশ করা হয়। নতুন বিধিমালায় ‘অন্যান্য বিষয়ে’ শব্দগুচ্ছের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দটি সংযোজন করা হয়েছে, ফলে বিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারীরাও এখন সরাসরি নিয়োগে অগ্রাধিকার পাবেন।
বিধিমালা অনুযায়ী, প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগে। পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে। অন্যদিকে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক—উভয় পদের প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়। এছাড়া সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক—উভয় পদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর।




Comments
Post a Comment