দেশে ‘বি’ ক্যাটাগরির সরকারি কলেজ ৭৪টি তালিকা List of 74 'B' category government colleges in the country শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ছাত্রছাত্রীসংখ্যা (সাড়ে ৪ থেকে ৮ হাজার) এবং অনার্সের বিষয় (৫টির বেশি) বিবেচনায় মোট ৭৪টি সরকারি কলেজকে 'বি' ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কলেজগুলোর
শ্রেণিবিভাজনের জন্য নিম্নলিখিত বিষয়গুলোকে প্রধানত বিবেচনা করা হয়েছে:
·
শিক্ষার্থীর সংখ্যা: প্রতিটি কলেজে কতজন শিক্ষার্থী অধ্যয়ন করছে।
·
অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের সংখ্যা: অনার্স পর্যায়ে কয়টি বিষয়ে
পাঠদান করা হয়।
·
শিক্ষা পর্যায়: কলেজে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর
পর্যন্ত পড়ানোর সুযোগ আছে কিনা।
·
'এ' ক্যাটাগরি: দেশের সেরা ও বৃহত্তম কলেজগুলো এই শ্রেণিতে স্থান পেয়েছে,
যাদের শিক্ষার্থী সংখ্যা এবং উচ্চশিক্ষার সুযোগ দুটোই অনেক বেশি।
·
'ডি' ক্যাটাগরি: এই কলেজগুলো শুধুমাত্র উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়ের
শিক্ষার্থীদের জন্য।
ক্যাটাগরি অনুসারে
সরকারি কলেজের বিন্যাস
প্রতিটি
ক্যাটাগরিতে কলেজের সংখ্যা এবং তাদের শ্রেণিবিন্যাসের ভিত্তি নিচে একটি ছকের
মাধ্যমে দেখানো হলো:
|
ক্যাটাগরি |
মোট কলেজের সংখ্যা |
শিক্ষার্থীর সংখ্যা
(প্রায়) |
অনার্সের বিষয়
সংখ্যা |
শিক্ষার পর্যায় |
|
এ |
৮১টি |
৮,০০০ এর বেশি |
১০টিরও বেশি |
উচ্চমাধ্যমিক, স্নাতক (সম্মান ও স্নাতকোত্তর) |
|
বি |
৭৪টি |
৪,৫০০ থেকে ৮,০০০ |
৫টির বেশি |
উচ্চমাধ্যমিক, স্নাতক (সম্মান ও স্নাতকোত্তর) |
|
সি |
৪৪৬টি |
৪,৫০০ পর্যন্ত |
১ থেকে ৪টি |
উচ্চমাধ্যমিক, স্নাতক (সম্মান/পাস) |
|
ডি |
১০৭টি |
নির্দিষ্ট নয় |
শুধু উচ্চমাধ্যমিক |
শুধু উচ্চমাধ্যমিক |
কলেজের তালিকা:
১. নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, নড়াইল
২. ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ
৩. সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট
৪. সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা
৫. নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ, কুমিল্লা
৬. সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম
৭. ইবরাহীম খাঁ সরকারি কলেজ, টাঙ্গাইল
৮. সাতকানিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম
৯. বরিশাল সরকারি মহিলা কলেজ, বরিশাল
১০. চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম
১১. রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী
১২. কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা
১৩. ঈশ্বরদি সরকারি কলেজ, পাবনা
১৪. পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও
১৫. বরিশাল সরকারি কলেজ, বরিশাল
১৬. সরকারি মজিবর রহমান ভাণ্ডারী মহিলা কলেজ, বগুড়া
১৭. লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট
১৮. নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জ
১৯. মকবুলার রহমান সরকারি কলেজ, পঞ্চগড়
২০. কাজী মাহবুব উল্লাহ (কে এম) কলেজ, ফরিদপুর
২১. যশোর সরকারি মহিলা কলেজ, যশোর
২২. দিনাজপুর সরকারি মহিলা কলেজ, দিনাজপুর
২৩. সরকারি সারদা সুন্দরী কলেজ, ফরিদপুর
২৪. শহীদ স্মৃতি সরকারি কলেজ, ময়মনসিংহ
২৫. সরকারি শহিদ বুলবুল কলেজ, পাবনা
২৬. বিয়ানীবাজার সরকারি কলেজ, সিলেট
২৭. বরগুনা সরকারি কলেজ, বরগুনা
২৮. শ্রীমঙ্গল সরকারি কলেজ, মৌলভীবাজার
২৯. সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা
৩০. পাংশা সরকারি কলেজ, রাজবাড়ী
৩১. সরকারি আকবর আলী কলেজ, সিরাজগঞ্জ
৩২. নোয়াখালী সরকারি মহিলা কলেজ, নোয়াখালী
৩৩. ধামরাই সরকারি কলেজ, ঢাকা
৩৪. সাপাহার সরকারি কলেজ, নওগাঁ
৩৫. বান্দরবান সরকারি কলেজ, বান্দরবান
৩৬. মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর
৩৭. মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার
৩৮. সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, কিশোরগঞ্জ
৩৯. গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স,
ঢাকা
৪০. সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর
৪১. সিলেট সরকারি কলেজ, সিলেট
৪২. ঝালকাঠি সরকারি কলেজ, ঝালকাঠি
৪৩. শাহজাদপুর সরকারি কলেজ, সিরাজগঞ্জ
৪৪. গৌরীপুর সরকারি কলেজ, ময়মনসিংহ
৪৫. কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, কুষ্টিয়া
৪৬. সরকারি জাহেদা সফির মহিলা কলেজ, জামালপুর
৪৭. কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা
৪৮. চরফ্যাশন সরকারি কলেজ, ভোলা
৪৯. সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ, খুলনা
৫০. সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, খুলনা
৫১. শ্রীনগর সরকারি কলেজ, মুন্সিগঞ্জ
৫২. নরসিংদী সরকারি মহিলা কলেজ, নরসিংদী
৫৩. সরকারি সফর আলী কলেজ, নারায়ণগঞ্জ
৫৪. কালিয়াকৈর সরকারি কলেজ, গাজীপুর
৫৫. সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ, ঢাকা
৫৬. সরকারি হাজী আসমত কলেজ, কিশোরগঞ্জ
৫৭. হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম
৫৮. ভেড়ামারা সরকারি কলেজ, কুষ্টিয়া
৫৯. চকরিয়া ডিগ্রি কলেজ, কক্সবাজার
৬০. শ্রীপুর সরকারি কলেজ, গাজীপুর
৬১. ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ, সিলেট
৬২. সরকারি শাহ আব্দুর রউফ কলেজ, রংপুর
৬৩. সোনারগাঁও সরকারি কলেজ, নারায়ণগঞ্জ
৬৪. জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয়, নীলফামারী
৬৫. কেন্দুয়া সরকারি কলেজ, নেত্রকোনা
৬৬. সরকারি শামসুর রহমান কলেজ, শরীয়তপুর
৬৭. কুমারখালী সরকারি কলেজ, কুষ্টিয়া
৬৮. হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ, চাঁদপুর
৬৯. মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ, মানিকগঞ্জ
৭০. দক্ষিণ সুরমা সরকারি কলেজ, সিলেট
৭১. বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, দিনাজপুর
৭২. ইসলামপুর সরকারি কলেজ, জামালপুর
৭৩. কাহালু ডিগ্রি মহাবিদ্যালয়, বগুড়া
৭৪. সরকারি মদন মোহন কলেজ, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন