অনার্স ২য় বর্ষের ইংলিশ সাবজেক্টে পাশ মার্ক কত?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষায় পাস নম্বর নিয়ে অনেকের দ্বিধা রয়েছে। তত্বীয় ও ইনকোর্স মিলে কত নম্বর পেলে পাস করবেন, সে বিষয়ে অনেক শিক্ষক-শিক্ষার্থী সঠিক তথ্য জানেন না। তবে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তত্বীয় ও ইনকোর্স মিলে ৩৩ পেলেই পাস করবে শিক্ষার্থীরা।
তত্বীয় ও ইনকোর্সে আলাদা আলাদা পাস করতে হবে বলে এক সময় ধারণা ছিল অনেকের। আবার ইনকোর্স বাতিল করে পূর্ণ ১০০ নম্বরের পরীক্ষা হতে পারে বলেও তথ্য ছড়ায়। ৩২ বা ৩৩ নম্বর পেলে পাস বলেও অনেকের ধারণা রয়েছে। তবে এসব তথ্য সঠিক নয়। গত বিশ্ববিদ্যালয়ের ৯৪তম একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়, উভয় পরীক্ষায় 33 নম্বর পেলেই পাস করবেন শিক্ষার্থীরা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০০ নম্বরের পরীক্ষায় ইনকোর্সে ২০ আর ৮০ নম্বরেরর তত্ত্বীয় লিখিত পরীক্ষা হয়। শুরু থেকেই এভাবে চলছে। দু’টি মিলে ৩৩ পেলিই পাস করবেন শিক্ষার্থী। ইনকোর্সে আলাদাভাবে পাস করার কোনও ব্যাপার নেই। পরীক্ষার সময় এ ধরনের নির্দেশনা দেওয়া হয়।
অনেক আগে থেকেই এ নিয়ম চলে আসছে। এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই।
তবে নম্বর পদ্ধতি নিয়ে অনেক শিক্ষকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। একাধিক শিক্ষক জানিয়েছেন, পরীক্ষায় ৪০ নম্বরে পাসের বিষয়টি অনেকে জানেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের নিয়মগুলো ভালোভাবে জানানো হয় না। নিজ দায়িত্বে জেনে নিতে হয়।

Comments
Post a Comment