৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ BCS Written Result - Daily Result BD

Breaking

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ BCS Written Result

৪৬তম বিসিএস (BCS) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সরকারি ঘোষণাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর অধীনে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (Bangladesh Public Service Commission) কর্তৃক প্রদান করা হয়েছে ।



ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তির শীর্ষভাগে কর্তৃপক্ষ হিসেবে নিম্নলিখিত তথ্য উল্লেখ আছে:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭

এই বিজ্ঞপ্তিটি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), ভাস্যভা আফরীন কর্তৃক স্বাক্ষরিত হয়েছে । বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ফলাফলের পরবর্তীকালে যেকোনো বিধিসম্মত কারণে তা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে । লিখিত পরীক্ষার এই ফল কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং Teletalk BD Ltd.-এর ওয়েবসাইটে পাওয়া যায় ।

এই প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের বিভিন্ন ক্যাডারে বণ্টনের হার কেমন?

৪৬তম বিসিএস পরীক্ষার প্রকাশিত লিখিত ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের বিভিন্ন ক্যাডারে বণ্টনের হার (Distribution Rate) নিম্নরূপ। এই ফলাফল অনুযায়ী লিখিত পরীক্ষায় মোট ৪০৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ প্রার্থীদের ক্যাডারভিত্তিক সংখ্যা এবং তাদের আনুমানিক বণ্টন হার (মোট উত্তীর্ণের ভিত্তিতে হিসাব করা হয়েছে):

ক্যাডার বিভাগ (Cadre Category)

উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা (Number of Candidates Passed)

মোট উত্তীর্ণের আনুমানিক হার (Approximate Percentage of Total Passed)

সাধারণ ক্যাডার (General Cadres)

২৩৩৬ জন

প্রায় ৫৭.৭৯%

সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডার (General and Technical/Professional Cadres)

৯৬৮ জন

প্রায় ২৩.৯৫%

কারিগরি/পেশাগত ক্যাডার (Technical/Professional Cadres)

৭৩৮ জন

প্রায় ১৮.২৬%

মোট

৪০৪২ জন

১০০%

গুরুত্বপূর্ণ তথ্য:

লিখিত পরীক্ষার ফলাফলে সাধারণ ক্যাডারে সর্বাধিক ২৩৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা হলো ৯৬৮ জন।

শুধুমাত্র কারিগরি/পেশাগত ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন ৭৩৮ জন।

এই লিখিত পরীক্ষার ফলাফল বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) কর্তৃক প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার আগে কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে অনলাইনে BPSC Form-3 পূরণ করে জমা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের একমাত্র যোগ্যতা নয়; যদি কোনো প্রার্থী BPSC Form-1 পূরণ করে সংশ্লিষ্ট সকল কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে ব্যর্থ হন, তবে তার প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

--------------------------------------------------------------------------------

একটি তুলনা দ্বারা বিষয়টি বোঝা যেতে পারে:

এই ক্যাডারভিত্তিক বণ্টনকে যদি একটি জলজ জাহাজের ডেকে যাত্রীর অবস্থানের সাথে তুলনা করা হয়, তবে জাহাজটির মোট ধারণক্ষমতা হলো ৪০৪২ জন (মোট উত্তীর্ণ)। জাহাজের ডেকে থাকা ৫৭% যাত্রী (সাধারণ ক্যাডার) হলেন মূল গন্তব্যের যাত্রী। আর বাকি ৪৩% যাত্রী দুটি ভিন্ন বিভাগে বিভক্ত—একটি অংশ মূল গন্তব্যের পাশাপাশি নির্দিষ্ট প্রযুক্তিগত কাজ (সাধারণ এবং কারিগরি/পেশাগত) সামলাবেন, এবং শেষ অংশটি (কারিগরি/পেশাগত ক্যাডার) কেবল জাহাজের নির্দিষ্ট ইঞ্জিন বা নেভিগেশন (পেশাগত দক্ষতা) সংক্রান্ত কাজে নিয়োজিত থাকবেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এখন চূড়ান্ত নিয়োগের জন্য কী জমা দিতে হবে?

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এখন চূড়ান্ত নিয়োগের (Final Appointment) জন্য নয়, বরং মৌখিক পরীক্ষায় (Viva Voce) অংশগ্রহণের জন্য নির্দিষ্ট কিছু কাগজপত্র এবং ফর্ম জমা দিতে হবে।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে প্রার্থীদের নিম্নোক্ত ফর্ম ও সনদপত্রাদি জমা দিতে হবে:

১. পূরণকৃত ফর্মসমূহ (Completed Forms)

১. BPSC Form-1 (Applicant’s Copy) জমা ও যাচাইকরণ: * প্রার্থীদের ৪৬তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপনের ১৬ নম্বর শর্ত অনুযায়ী নির্ধারিত অনলাইন ফর্ম অর্থাৎ BPSC Form-1 (Applicant’s Copy) কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। * এই ফর্মে উল্লিখিত প্রয়োজনীয় সনদ/ডকুমেন্টস-এর ২ (দুই) সেট সত্যায়িত কপি সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। * জমা দেওয়ার সময় মূল সনদসমূহও বোর্ডে প্রদর্শন করতে হবে। * BPSC Form-1 সঠিকভাবে যাচাই করার পরই শুধু ত্রুটিমুক্ত আবেদনপত্রের বিপরীতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।

২. BPSC Form-3 অনলাইনে পূরণ ও জমা: * লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে Teletalk BD Ltd. এর ওয়েব অ্যাড্রেস (http://bpsc.teletalk.com.bd) অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েব অ্যাড্রেস (www.bpsc.gov.bd) এর মাধ্যমে অতিরিক্ত তথ্য সংবলিত BPSC Form-3 অনলাইনে বাংলায় পূরণ করে জমা দিতে হবে। * অনলাইনে পূরণকৃত উক্ত BPSC Form-3 এর ২ (দুই) কপি মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে।

৩. প্রাক্ চাকুরি বৃত্তান্ত যাচাই ফর্ম (পুলিশ ভেরিফিকেশন ফর্ম): * প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে প্রাক্ চাকুরি বৃত্তান্ত যাচাই ফর্ম (পুলিশ ভেরিফিকেশন ফর্ম) ডাউনলোড করে ফর্মের সকল তথ্য পূরণ ও স্বাক্ষর করে সংশ্লিষ্ট কাগজপত্রের সাথে ৩ (তিন) কপি মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে।

 

২. প্রয়োজনীয় সনদপত্রাদি (Required Certificates/Documents)

BPSC Form-1 এর সাথে নিম্নলিখিত সনদপত্রাদির সত্যায়িত কপি জমা দিতে হবে এবং প্রতিটি ডকুমেন্টের উপরে তার ক্রম নম্বর লিখতে হবে:

১. ছবি (Passport Size Photograph): প্রার্থীর স্বাক্ষরযুক্ত এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনধিক ৩ (তিন) মাস পূর্বে তোলা ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি BPSC Form-1 এর উপরে বাম পাশে স্ট্যাপলারের সাহায্যে সংযুক্ত করতে হবে।

২. শিক্ষাগত যোগ্যতার সনদ: শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ বোর্ড এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সকল মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি

৩. বয়স প্রমাণের সনদ: বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এস.এস.সি./সমমানের পরীক্ষার মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি। উল্লেখ্য, বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

 ৪. ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রির প্রমাণ (যদি সার্টিফিকেটে উল্লেখ না থাকে): যদি চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রির সনদ/মার্কশিট/টেস্টিমোনিয়ালে ৪ বছর মেয়াদি ডিগ্রি উল্লেখ না থাকে, তবে বিভাগীয় প্রধান/পরীক্ষা নিয়ন্ত্রক/রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি অবশ্যই জমা দিতে হবে, অন্যথায় ডিগ্রিটি ৩ বছর মেয়াদি হিসেবে গণ্য হবে।

৫. বিদেশ থেকে অর্জিত ডিগ্রির সমতা সনদ: বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি

৬. রেজিস্ট্রেশন সনদ: মেডিকেল (এম.বি.বি.এস.)/বি.ডি.এস. ডিগ্রিধারীদের ক্ষেত্রে বি.এম.ডি.সি., পশুপালন (ডি.ভি.এম.) ডিগ্রিধারীদের ক্ষেত্রে ভেটেরিনারি কাউন্সিল এবং অন্যান্য বিষয়ের ডিগ্রিধারীদের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন সনদের একটি সত্যায়িত ফটোকপি

 ৭. ঠিকানা পরিবর্তনের প্রমাণ: আবেদনপত্রে উল্লিখিত স্থায়ী ঠিকানার সাথে বি.এম.ডি.সি./ভেটেরিনারি কাউন্সিলের সনদে বর্ণিত ঠিকানার পরিবর্তন হয়ে থাকলে, জাতীয় পরিচয়পত্র (NID)-এর সত্যায়িত ফটোকপি অথবা স্থানীয় জনপ্রতিনিধি বা প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

৮. 'Appeared' প্রার্থীদের প্রত্যয়নপত্র: যারা শর্তসাপেক্ষে ‘অবর্তীর্ণ (appeared)’ প্রার্থী হিসেবে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা ৪৬তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের (৩১.১২.২০২৩) মধ্যে সম্পূর্ণ হয়েছে মর্মে সংশ্লিষ্ট পরীক্ষা নিয়ন্ত্রক/বিভাগীয় চেয়ারম্যান বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখ সংবলিত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি। তারিখবিহীন প্রত্যয়নপত্র গ্রহণযোগ্য হবে না।

৯. শারীরিক মাপের প্রত্যয়নপত্র: প্রার্থীর ওজন (কেজি), উচ্চতা (সে.মি.) ও বুকের মাপ (সে.মি.) সম্পর্কে বি.এম.ডি.সি. রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি। প্রত্যয়নপত্রে মেডিকেল প্র্যাকটিশনারের রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে।

১০. ছাড়পত্র (Clearance Certificate) (যদি কর্মরত থাকেন): বর্তমানে কোনো সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত/স্থানীয় সরকার সংস্থায় চাকরিতে নিযুক্ত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের (clearance certificate) সত্যায়িত কপি (ছাড়পত্রের ফরমেট কমিশন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে)।

১১. ইস্তফা/অপসারণ সংক্রান্ত কাগজপত্র (যদি পদত্যাগ করে থাকেন): চাকরি থেকে ইস্তফা দান বা অপসারিত হলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র/গৃহীত ইস্তফাপত্র/অপসারণ আদেশের সত্যায়িত কপি

১২. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সনদ: প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত ফটোকপি

১৩. প্রতিবন্ধী সনদ: প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমপদমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি

১৪. তৃতীয় লিঙ্গ সনদ: তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি

১৫. জাতীয় পরিচয়পত্র (NID): যাদের জাতীয় পরিচয়পত্র নম্বর রয়েছে, তাদের NID এর সত্যায়িত কপি জমা দিতে হবে। NID নম্বর না থাকলে NID প্রাপ্তির পর কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর দরখাস্তসহ সত্যায়িত কপি জমা দিতে হবে (তবে NID না থাকার কারণে প্রার্থিতা বাতিল হবে না)।

১৬. মুক্তিযোদ্ধা কোটার প্রমাণ: মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার পুত্র-কন্যা ইত্যাদির জন্য নির্দিষ্ট মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ইস্যুকৃত পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদ সংক্রান্ত প্রয়োজনীয় প্রমাণপত্র।

১৭. স্থায়ী ঠিকানার স্বপক্ষে সনদ: স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) এর সত্যায়িত কপি, অথবা মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/চেয়ারম্যান/নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র

মনে রাখবেন, উল্লিখিত সকল সনদ/কাগজপত্রসহ BPSC Form-1 মৌখিক পরীক্ষা বোর্ডে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এবং তার প্রার্থিতা বাতিল হবে।

এই প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের বিভিন্ন ক্যাডারে বণ্টনের হার কেমন?

৪৬তম বি.সি.এস. পরীক্ষা-২০২৩ এর প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফলে মোট ৪০৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ প্রার্থীদের বিভিন্ন ক্যাডারে বণ্টনের হার (সংখ্যা অনুযায়ী) নিম্নরূপ:

সাধারণ ক্যাডারে (General Cadres): উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা হলো ২৩৩৬ জন

সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে (General and Technical-Professional Cadres): উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা হলো ৯৬৮ জন

কারিগরি/পেশাগত ক্যাডারে (Technical-Professional Cadres): উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা হলো ৭৩৮ জন

এই ফলাফল বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) কর্তৃক প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের একমাত্র যোগ্যতা নয়।

মৌখিক পরীক্ষা সম্ভাব্য কবে অনুষ্ঠিত হবে?

৪৬তম বিসিএস (BCS) পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (Viva Voce) সম্ভাব্যভাবে ২০২৫ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে [৯৪]।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে কমিশন কর্তৃক নিম্নলিখিত মাধ্যমে প্রকাশ করা হবে:

সংবাদ মাধ্যমে (পত্রিকা) [৯১, ৯৪]

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (PSC) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd)

এস.এম.এস.-এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীদের অবহিত করা হবে

কমিশন মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণার পর, প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারের জন্য প্রবেশপত্র (Interview Card) ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন।

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় কতজন উত্তীর্ণ?

৪৬তম বি.সি.এস. (BCS) পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষার ফলাফলে মোট ৪০৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন ।

লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (Bangladesh Public Service Commission) এই ফলাফলে উত্তীর্ণ ৪০৪২ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে ।

উত্তীর্ণ প্রার্থীদের ক্যাডারভিত্তিক সংখ্যা নিম্নরূপ:

সাধারণ ক্যাডারে (General Cadres) উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ২৩৩৬ জন

সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে (General and Technical/Professional Cadres) উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ৯৬৮

কারিগরি/পেশাগত ক্যাডারে (Technical/Professional Cadres) উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ৭৩৮ জন

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এই প্রার্থীরা পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন ।

বয়স প্রমাণের জন্য কী গ্রহণযোগ্য হবে না?

বয়স প্রমাণের জন্য এফিডেভিট (Affidavit) গ্রহণযোগ্য হবে না ।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় বয়স প্রমাণের জন্য নিম্নলিখিত নথি জমা দিতে বলা হয়েছে:

বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এস.এস.সি. (S.S.C.) বা সমমানের পরীক্ষার মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে ।

"ও লেভেল" (O Level) এবং "এ লেভেল" (A Level) উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দলিলভিত্তিক প্রমাণ জমা দিতে হবে ।

তবে, বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এই নির্দেশ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন